বিসিক জেলা কার্যালয়, নীলফামারীর আয়োজনে ০৫ হতে ০৯ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুর রহমান, (উপসচিব), উপ-পরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব হুসনে আরা খাতুন, উপ-ব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয়, নীলফামারী। আরো উপস্থিত ছিলেন জনাব আব্দুল মোমিন, সভাপতি, নাসিব, জনাব মশিউর রহমান, সম্প্রসারণ কর্মকর্তা, বিসিক, জনাব কাজী আমানুজ্জামান, সম্প্রসারণ কর্মকর্তা, বিসিক। প্রশিক্ষণ কোর্সটিতে নীলফামারী জেলার ০৬ টি উপজেলার ২৫ জন শিল্প উদ্যোক্তা অংশগ্রহণ করেন। শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম বিসিকের নিয়মিত কার্যক্রম। এটি ছিলো এবছরের ২য় প্রশিক্ষণ কোর্স। ২০২৩-২৪ অর্থবছরে আরো দুটি কোর্স অনুষ্ঠিত হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস